পরের ভুল ধরতে আর তার চুল চেরা
বিশ্লেষণ করতে,সদাই থাকি মশগুল ।
কিন্তু আজীবনই বেমালুম ভুলে থাকি
গো আমি ধরতে নিজেরই ভুল ।  
পরের ভুল ধরার চেয়ে সহজ আর কি,
কিসেই বা এতো মজা ?
নিজের ভুল ধরার কারবা আছে হিম্মত,
তা কি এতোই সোজা ?
তার চেয়েও তুলনাহীন কঠিন, করতে
পারা স্বীয় ভুল স্বীকার ।
আত্মপক্ষ সমর্থন, যারাই করি সর্বক্ষণ
তাদের ঐ শিক্ষা দীক্ষা সর্বৈব বেকার ।
যতই করি না ভুল তবু হই গোস্বা কেউ
তথ্য উপাত্তসহ তা করলেও প্রমাণ ।
বরং ভুলটা কেউ ধরলেই ভাবি আমার
কেড়ে নিলো বুঝি সব মান সম্মান ।
তাই ঐ হিমালয় জয় করা কঠিন কিচ্ছু
নয়, যত কঠিন স্বীয় ভুল ধরা ।
কঠিন এ সাধনাবিনা জীবন সফল হয়না,
মনুষ্যত্বের মূল স্বত্ব পাওয়া রয় অধরা ।

রচনাকালঃ- দুপুর ২:৫৪টা, বুধবার, ১৩ ভাদ্র ১৪৩১, ২৮ আগষ্ট ২০২৪, মিরপুর, ঢাকা ।