কেউ ভাসতে ভাসতে ডুবে যায়
কেউ ডুবতে ডুবতে ভাসে ।
কেউ হাসতে হাসতে কেঁদে মত্ত
কেউ কাঁদতে কাঁদতে হাসে ।
কেউ পাপে তাপে পুণ্যতা পায়
কেউ পুণ্যে পুণ্যে হয় পাপী ।
কে ভবিষ্যতে কেমনটা থাকবে
কেউ বর্তমানে তা না মাপি ।
সৃষ্টির নেপথ্যে স্রষ্টা বিরাজমান
তার ইতিবৃত্ত শুধু সেই জানে ।
সময়ের বিবর্তনে ও কর্মসাধনে
কার গন্তব্য হয় কোনখানে !
পরচর্চায় পরে থেকে চর্চা ভুলে
রই স্বীয় জীবন সাধনা ।
নিয়তেই নিয়তি বদলানো যায়
যদি করি প্রভূর আরাধনা ।
রচনাকালঃ- সকাল ৯:০৬টা, বুধবার, ২১ অগ্রহায়ণ ১৪৩০, ৬ ডিসেম্বর ২০২৩, মির, ঢাকা ।