দুনিয়াটাতে অনাদিকাল হতে
মানুষ মানুষের নিয়ন্ত্রণ নিতে
বইয়ে দিয়েছে কত রক্ত নদী ।
আজ অব্দি চলছে সেই খেলা
চলছে নানান চক্রান্তের মেলা
সবাই শুধু পেতে চাইছে গদি ।
বৃটিশ অব্দি সশরীরে নিয়ন্ত্রণ
৪৭ পরে নিয়ন্ত্রণ মস্তিষ্ক-মন
উপকরণ এখন হরেক রকম ।
গনতন্ত্র সহ এই সেই চেতনা
যার জন্য শুধু বাড়ছে যাতনা
আরও বাড়বে বৈ হবেনা কম ।
কৌশলে খাওয়ায় কেমিক্যাল
ছেড়েছে ডিজিটাল জুয়া খেল
করেছে সবকিছু যা প্রয়োজন ।
জনস্বাস্থ্য যায় যাক জাহান্নামে
মেধাবুদ্ধি যেন না লাগে কামে
নিয়ন্ত্রণ নেয়ার যত আয়োজন ।