তুই কি এদেশ হতে যাবি,
নাকি ঘাড় ধাক্কাটা খাবি ?
জলদি তুই ভাগ নয়তো সুদাসলে করবো আদায়
সালিশে যদি না যাস তোকে ঝেটিয়ে করবো বিদায় ।
তোর মতো কেউ নাই ভণ্ড
নাই খুনি জোচ্চোর পাষণ্ড
এতো বড় বদমাস এ জগতে দ্বিতীয়টি পাওয়া দায়
সালিশে যদি না যাস তোকে ঝেটিয়ে করবো বিদায় ।
মানবতার জন্য বড় ভয়ানক
সব ষড়যন্ত্রকারীর ক্রীড়নক
মানবদের মাঝে তুই সমাজ নষ্টের দানব সম্প্রদায়
সালিশে যদি না যাস তোকে ঝেটিয়ে করবো বিদায় ।
শিখিয়েছ করতে যত কুকর্ম
নষ্টও তো করেছ শান্তির ধর্ম
হস্তক্ষেপও করেছ যে শিক্ষাদীক্ষায় জ্ঞান বুদ্ধি বিদ্যায়
সালিশে যদি না যাস তোকে ঝেটিয়ে করবো বিদায় ।
ভিখারিরও হয়না যেই নীতি
তারই নাম আবার রাজনীতি
স্বজনপ্রীতি ভোট চুরি ছাড়া তোর কিরে আছে উপায় ?
সালিশে যদি না যাস তোকে ঝেটিয়ে করবো বিদায় ।
আজ বড্ড অতিষ্ঠ জনজীবন
করিসনি তো কিছুই নিবারণ
তোকে যে আর বাঁচাতে পারবে না রে কোন দাদায়
সালিশে যদি না যাস তোকে ঝেটিয়ে করবো বিদায়।
মায়াকান্নায় পাবি নারে পার
বুঝেছি সবই যা ছিল বুঝার
কালক্ষেপণ করিস না আর, পড়তে চাইনা যে দ্বিধায়
সালিশে যদি না যাস তোকে ঝেটিয়ে করবো বিদায় ।