তোমাদেরই আপ্রাণ চেষ্টায় নির্মিত নিষ্প্রাণ নগরে
যেখানেই দেখি খানিকটা তরুর ছায়া ।
সেখানেই দেখি স্বর্গ হতে নিরন্তর ঝরে ঝরে পড়ে
অবারিত সুখের আহারে সে কি মায়া !
শীতাতপেও পাই না সুখ বাড়ায় অসুখ, তার চেয়ে
এসো শীতল তরু ছায়ায় জুড়াই কায়া ।
শহরের সভ্যগণকে বলি, জোড় হাত মিনতি করে
তোমাদের একটুও যদিগো থাকে হায়া ।
অতটা জায়গা জুড়ে যখন গড়েছ হে সুরম্য প্রাসাদ
পাশে তবে দুটো গাছ লাগিয়ে দেনা ভায়া..........
রচনাকালঃ- সকাল ১০.০০ টা
৬/০৯/২০১৮ মিরপুর, ঢাকা ।