মানুষ কতটা হয়ে গেলে নির্বোধ...
ভুলের মূলে ডুবে থেকেও সঠিক পথে
আছে বলে নিজেকে দেয় প্রবোধ !
এরা একটুও খাটায় না জ্ঞান প্রজ্ঞা ।
চির সত্যকে স্বমহিমায় উদ্ভাসিত হতে
দেখেও করে চলে বরং চরম অবজ্ঞা !
সত্যকে এরা সহজে কভু মানে না ।
তারটাই সত্য বলে বিজ্ঞান সহযোগে
উল্টো চালায় ব্যপক প্রচার প্রচারণা !
কিছুতে যখন এদের ফেরেনা বোধ..
ছাড় দিয়ে দিয়ে আর অপেক্ষার পালা
শেষে প্রকৃতি নেয় নিষ্ঠুর প্রতিশোধ ।
নির্বোধ তা না বুঝে দুষবে প্রভুকেই ।
মিথ্যায় মোহাবিষ্ট হওয়া কঠিন রোগ
বলে সদা শ্রেষ্ঠ ভাবে শুধু নিজেকেই ।
রচনাকালঃ- রাত ১০:৪৭টা, মঙ্গলবার, ৭ জৈষ্ঠ্য ১৪৩১, ২১ মে৷ ২০২৪, মিরপুর, ঢাকা ।