মানুষ নামের এই প্রাণীটি
আহা ! কত যে বিচিত্র ।
মানুষ হয়েও কভু আঁকতে
পারিনা তার যথার্থ চিত্র ।
চরিত্র চেতনায় বা ভাবনা
চিন্তায় প্রত্যেকেই ভিন্ন ।
সবার মাঝে বাস করেও
সবাই থাকেও বিচ্ছিন্ন ।
পরিবার সমাজ রাষ্ট্র থাক
থরে থরে সুশৃঙ্খল যত ।
তবুও প্রত্যেকে চলি যেন
প্রায়শই নিজের মতো ।
অগণিত ভুলভ্রান্তি হলেও
তাতে দেই না ক্ষান্ত ।
অবিদ্যা আক্রান্ত এসকল
কারণে ধরণী অশান্ত ।
শুধু মানুষই যেহেতু ভোগ
করে অবাধ স্বাধীনতা ।
তার সৃষ্ট ভ্রম এড়াতে হয়
জ্ঞানের প্রয়োজনীয়তা ।