নিজের বলই বল রে ভোলা
নিজের বলই বল ।
নিজের কোমর শক্ত রেখেই
নিজের পায়েই চল ।
দলের বল করিস নারে ভাই
থেকে লাভ কি গডফাদার ?
কারো বাতাসে ফুটলে বেলুন
তোকে বাঁচাবার সাধ্যি কার ?
একবার কাদায় পরেই দেখ
দাদায় দেবে না পরিচয় ।
আক্কেল সেলামী খেলে পরে
জীবনভর বুকে পুষবে ভয় ।
বল দেখিয়ে বেলুন ফুটে কি
লাভ সমাজে সেজে ভাঁড় ?
তার চেয়ে আগে থেকেই ঐ
পরের বলে চলাটাই ছাড় ।
রচনাকালঃ- রাত ১১:৫৮টা, রবিবার, ১০ বৈশাখ ১৪৩০, ২৩ এপ্রিল ২০২৩, মিরপুর, ঢাকা ।