যদি নিজেকে নিজে নাইবা দিতে জানো মূল্য
তবে বুঝবে কিভাবে কার সাথে তোমার তুল্য ?
তুমি সারাদিনে একবারও ভাবো কি সে কথা
তুমি কি সৃষ্টি হলে এমনি এমনি নাকি অযথা ?
ভেবেছ কভু কে তুমি, কে তোমার সৃষ্টি কর্তা
কেনই বা সৃজিল তোমায়, কি দিয়েছে বার্তা ?
উত্তর না হয় নাইবা পাবে প্রশ্নটা তো জাগবে
আর প্রশ্ন যখন উদ্ভব হবে উত্তরও ঠিক পাবে ।
ভাবো কে তোমায় সৃজিল নিখুঁত নিপুণ করে
কে তোমায় দিল এতো তিল তিল করে গড়ে ?
প্রভুর কি অপরূপ সৃষ্টি তোমার বাহির অন্দর
হও স্বমহিমায় বিকশিত তোমারি মতো সুন্দর ।
যতই ভাববে তা ততই ভালোবাসবে নিজেকে
আর তখনই ঠিক বুঝবে তোমার শত্রু বন্ধু কে ?
তাই আগে তো চাই ভালোভাবে নিজেকে চেনা
নিজেকে না চিনলে কভু যে প্রভুকেও চিনবেনা ।
আর প্রভুকে না চিনলে তোমার ব্যর্থ ঐ জীবন
গড়েও লাভ নাই সম্পদের পাহাড় সুরম্য ভবন ।