আহারে ! আহারে ! আহারে !
সুজলা সুফলায় ভরে গেছে
দেশটা নেতার বাহারে বাহারে !
উচ্চ ফলনশীল বলি আর কাহারে ?
মঞ্চ ভেঙ্গে পড়ে আজ নেতানেত্রীর ভারে !
যত জনতা আহা! তত নেতা
যেন ক্রেতার চেয়ে বেশী বিক্রেতা
কোন কর্মীর কোথাও তো খবর নাই
যেদিকে তাকাই শুধু নেতাই দেখতে পাই
নাক ডুবিয়ে খাচ্ছে নেতা যা ইচ্ছে তা
আর জনতা বেঘোরে মরে অনাহারে ।
আহারে ! আহারে ! আহারে !
সুজলা সুফলায় ভরে গেছে
দেশটা নেতার বাহারে বাহারে !
উচ্চ ফলনশীল বলি আর কাহারে ?
মঞ্চ ভেঙ্গে পড়ে আজ নেতানেত্রীর ভারে !
উপরে নেতা নীচে নেতা
ডানে নেতা বামে নেতা
হোচট খেলেও নেতার গায়ে নেতা আছড়ে পড়ে !
নেতায় নেতায় কাড়াকাড়ি
নেতায় নেতায় মারামারি
নেতার ভারে ন্যুজ্ব ডালপালা ঝুলে
নেতারা নেয় মা বোনেরও বস্ত্র খুলে
হোকনা শিক্ষক কি ভক্ষক
ডিগ্রিধারী কিংবা ভিখারী নেতা সবাই গনহারে ।
আহারে ! আহারে ! আহারে !
সুজলা সুফলায় ভরে গেছে
দেশটা নেতার বাহারে বাহারে !
উচ্চ ফলনশীল বলি আর কাহারে ?
মঞ্চ ভেঙ্গে পড়ে আজ নেতানেত্রীর ভারে !
রাজনৈতিক দলগুলো বেজায় সৃষ্টিশীল
সব উৎপাদনে সংকট শুধু নেতা উচ্চ ফলনশীল
কিলবিল কিলবিল করে যত নেতা ঘরে ঘরে
খাদ্যাভাবে খাচ্ছে তাই দেশটাকেই ধরে ধরে
দেশের নেতা বানানোর যন্ত্রগুলো
ঝুলিয়ে রাখে যে ইয়া বড় বড় মুলো
তাহারা নেতা বানায় যাহারে মন চায় তাহারে ।
আহারে ! আহারে ! আহারে !
সুজলা সুফলায় ভরে গেছে
দেশটা নেতার বাহারে বাহারে !
উচ্চ ফলনশীল বলি আর কাহারে ?
মঞ্চ ভেঙ্গে পড়ে আজ নেতানেত্রীর ভারে !
রচনাকালঃ- বিকাল ৪:৫৩টা, সোমবার, ২৫ পৌষ ১৪২৯, ৯ জানুয়ারি ২০২৩, মিরপুর, ঢাকা ।