মুসলিম বিশ্বের শাসনামলে নেতা ছিল
ত্যাগ তিতিক্ষা ও শৌর্য বীর্যের প্রতীক
সবাই তাদের দিতও যথার্থ দাম...
তাইতো নেতা মানে বুঝাতো ইমাম ।
আর এখন গনতন্ত্রের তন্ত্রমন্ত্র বলে
নেতা মানে সে চরম গণ্ডমূর্খ মহাভণ্ড !
নেতা মানে নিষ্ঠুর নির্দয় ভীষণ পাষণ্ড !
নেতা মানে যেন বিশ্বের শীর্ষ প্রতারক
নেতা মানে জনতার অতি ক্ষতিকারক ।
নেতা মানে চরিত্রহীন চোর বাটপার
নেতা মানে নীতি আদর্শই নেই যার ।
নেতা মানে রাজনীতির নীতিহীন কীট
নেতা মানে ডিগবাজির বড় কালপ্রিট ।
নেতা মানে যত বড় সে তত বড় খুনি
নেতা মানে শুধু তার মিথ্যা ভাষন শুনি ।
নেতা মানে আপাদমস্তক হারামখোর
নেতা মানে একটা আস্ত বুনো শুয়োর ।
নেতা মানে দেশ জনতার বিশ্বাসঘাতক
নেতা মানে সমাজের সর্বনিকৃষ্ট জাতক ।
নেতা মানে ব্যভিচারী দুষ্কৃতকারী
নেতা মানে ধর্ষক লম্পট স্বৈরাচারী ।
নেতা মানে ধর্মবাজ দূর্নীতিবাজ
নেতা মানে যার মোটেও নাই লাজ ।
কারণ, জনতা যেমন নেতা হবে তেমন
আল্লাহই বলেছেন আল কোরআনে ।
তাইতো ভালো নেতাকে করি না কদর
জানি না যে নেতার প্রকৃত মানে ।

রচনাকালঃ- রাত ১০:০০টা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১,
২৮ জুন ২০২৪, মিরপুর, ঢাকা ।