নারীর সমঅধিকার আদায়ে ওদের  
অভীষ্ট লক্ষ্য হলে পূরণ..
তবু আবারও করে গেল আন্দোলন
এবার চাই নারীর ক্ষমতায়ন ।
চৌদিকে উঠলো যখন নারী জাগরণ  
ঘরে কি বাইরে হেন জায়গা নাইরে
যেথা ঘটেনি নারীর আস্ফালন..
এই জোয়ারে ঘরে ঘরে করে চলছে
এখন ইচ্ছে মতন পুরুষ নির্যাতন !

ঐ চায়ের দোকান হতে রাষ্ট্র প্রধান
শুধু নারী নারী নারী আর নারীরাই
করলেও সবারই দৃষ্টি আকর্ষণ !
সে নারীর দলেরই পাণ্ডা দ্বারা ঝাণ্ডা
উড়িয়ে ডাণ্ডা উঁচিয়ে ষণ্ডা সব দেশ
জুড়ে মহোৎসবে করছে নারী ধর্ষণ !
ধর্ষকদের উপর যেন কোন দেবীর
সন্তুষ্ট চিত্তে হলো আশীর্বাদ বর্ষণ !

এদের আর কভু হয়না বিচার বরং
সমাচার হলো ওরা সেঞ্চুরি হাঁকিয়ে  
বাদ্য বাজিয়ে করছে মিষ্টি বিতরণ !
সমাচার আরও আছে আমার কাছে
ঐ দাদাদের আবদারে তাদের দ্বারে
লক্ষ নারী এখন হচ্ছেও বিপনন !

এবার তবে আর কি বলবেন কিইবা
কিচ্ছা শুনাবেন হে মহাশয়গন ?
নারীর কি এখনও তবে হয়নি পতন,
নাকি বলবেন এটাই নারীর উন্নয়ন ?
আর কত তত্ত্ব দিয়ে মত্ত রেখে নারীর
বাড়ি ছাড়া করে করবেন অধঃপতন ?
নারীর কি আর আছে শত্রুর দরকার,
শুভাকাঙ্ক্ষী হলে আপনাদের মতন ?

রচনাকালঃ- বেলা ৩:১৩টা, শুক্রবার, ৩০ জৈষ্ঠ্য ১৪৩১, ১৪ জুন ২০২৪, মিরপুর, ঢাকা ।