নারী শক্তির জাগরণের সেই রুদ্র রূপটা
কদাচিৎ বিশ্ব দেখেছে কিছু মহারণে ।
জোয়ান অব আর্ক বা রাজিয়া সুলতানা,
লক্ষীবাঈ যা দেখিয়েছেও ক্ষণে ক্ষণে ।
কতিপয় ধর্মশাস্ত্রে নারী শক্তি ভক্তি ভরা
পুজোনীয় দেবী এথেনা, দূর্গা-কালি ।
কিন্তু আমার কাছে সর্বদা মনে হয় নারী
যেন নেপথ্যেই বেশী শক্তিশালী ।
যেই শক্তির স্বীয় প্রজ্বলনে দুনিয়াও যুদ্ধ
বিগ্রহে হয়েছে বহুত ক্ষতবিক্ষত ।
পক্ষান্তরে পুরুষের নেপথ্যেরই চালিকা
শক্তিতে নারী শক্তি বেশী অক্ষত ।
সৃষ্টির শুরু হতে আজও অব্দি নবী রসূল
থেকে যেন প্রায় সকল মানবকূল ।
নারী শক্তির সুধা পানে ভবে ফুটিয়েছে
যার যার সুকীর্তির সুরভিত ফুল ।
কিন্তু আমারই এই জীবনে নারী শক্তির
প্রচ্ছন্ন অনুপস্থিতিতে হচ্ছি বিধ্বস্ত ।
জীবনের সফলতা আনয়ন দূরপরাহত
আর কোন আশাবাদে হইনা আশ্বস্ত ।
রচনাকালঃ- ১১:৩০টা, বৃহস্পতিবার, ২২ অগ্রহায়ণ ১৫৪০, ৭ ডিসেম্বর ২০২৩, মিরপুর, ঢাকা ।