ইট পাথরের নিষ্প্রাণ নগরে যদিওবা
কোন কবি করে বসবাস ।
জীবিকা যেথায় জীবন তবুও সেথায়
কবি করে শব্দের চাষবাস !
রসকষহীন কাঠখোট্টা যে নগরে শব্দ
চষে একখণ্ড উর্বরা জমিতে ।
লোক চক্ষুর আড়ালেই কবি ফলিয়ে
চলে ফসল এমনি এমনিতে ।
ফসলগুলো বেচেও খায় না, সমাজে
তা মাগনা মাগনায় বিলায় ।
কেউ কিছুটা সিন্দুকে পুড়ে বটে কিছু
নিন্দুকে তা হাওয়ায় মিলায় ।
কবি থাকে চির অভাবী তবু স্বভাবই
তার নিত্যদিনই চাষবাস ।
জুটলেও জোটে ক'টা ফুলের তোরা
তবু কবি হয়না মোটে হতাশ ।
প্রেমের মরা গাছে কবি ফুল ফোটায়,
বিরহের বন্যাতেও ভাসায় মরু ।
স্বৈরাচারীরও পতন ঘটায় যতন করে
গড়ে মরুদ্যান-গুল্মলতা-তরু ।
ধর্মের বাণী দিয়েও সাজায় ফুলদানী
ঠিক যা যা বলে গেছেন নবী ।
আবার জলে-স্থলে-রণে-বনে বা কল্প-
লোকেও সমানে ঘুরেন কবি ।
বুকে ব্যথার ঝর্ণা ছেড়ে বাঁচিয়ে রাখে
জগতের তৃষ্ণার্ত কত শত প্রাণ ।
কষ্টের কালো পাহাড় লুকিয়ে রেখেও
কবি গেয়ে চলেন জীবনের জয়গান ।
রচনাকালঃ-রাত ১১:৪৮, মঙ্গলবার, ২৯ ফাল্গুন ১৪২৯, ১৪ মার্চ ২০২৩, মিরপুর, ঢাকা ।