শাশ্বত ধর্মের বিকাশ
ঘটে তো স্বমহিমায় ।
স্রস্টার মনোনীত ধর্ম
রক্ষাও করে স্রস্টায় ।

কারো ষড়যন্ত্রে তার
হয়না তেমন ক্ষতি ।
আবার তার ধর্মেরও
তাতে হয়না উন্নতি ।  

মাঝখানে নিজেকেই
সে করে অভিশপ্ত ।
অবশেষে বৃদ্ধ বয়সে
হয় চরম অনুতপ্ত ।

মৃত্যুশয্যায় যখন সে
সম্বিত ফিরে পায় ।
একাকী অশ্রু ঝরিয়ে
শুধু করে হায় হায় !

কোথায় আমার স্রস্টা
আসে নাতো পাশে ।
স্বজন বন্ধু কেউ আর
ভালোও নাহি বাসে ।

কার জন্য তবে এতো
করেছি ঘৃণ্য কাজ ?
উদ্বেগ উৎকন্ঠায় বাড়ে  
কপালে চিন্তার ভাঁজ !

মৃত্যুর পর আমার যে
কোথায় হবে নিবাস ?
প্রকৃতির আইনে হলো
বুঝি আমার সর্বনাশ !  

রচনাকালঃ- রাাত ১১:৩৩টা, বুধবার, ১৫ জৈষ্ঠ্য ১৪৩১,
২৯ মে ২০২৪, মিরপুর, ঢাকা ।