আমার যে পাড়া পড়শী
এক বুড়ো ভাম শতবর্ষী
চিন্তা চেতনায় মিল নেই  
পুরোপুরি ভিন্ন মতাদর্শী ।  

আমি তো তাগড়া তরুণ
তার অবস্থা বেশ করুণ
কথাবার্তায় হয়না মোটে
বুঝাপড়া বয়সের দরুন ।

জন্মান্ধ, কানে শুনে কম
মুণ্ডুটা সদা থাকে গরম
ফ্যাত ফ্যাত করে রেগে
উঠে, ভুল বুঝারও যম ।

তার বিশ্বাস আমার পর
চাপায় সে সারাদিন ভর
যদিও কোন জ্ঞাতিগুষ্টি
না, আর না করি নির্ভর ।  

না নিজের মতো চলতে
কি নিজের মতো বলতে
দেয়না বলেই সাধে কি
চাই ওর কানদুটি মলতে ।

সব কাজে দেবে বাগড়া
গায়ে পড়ে করে ঝগড়া
সবাই পেয়েছে সুপড়শী
আমি পেলুম নলখাগড়া ।

রচনাকালঃ- রাত ১০:২৭টা, বৃহস্পতিবার,  
২২ ভাদ্র ১৪৩১, ২০২৪, মিরপুর, ঢাকা ।