আমার দেশ আমার কাছে
যে প্রথম ভালোবাসা ।
আহা সুপেয় পানির মতো
প্রাণপ্রিয় বাংলা ভাষা !
এই দেশের উপর আঘাত
মানে আমি হই রক্তাক্ত ।
এই দেশের প্রকৃতির প্রতি
আমি যে নেশায় আসক্ত ।
রক্ত ঢেলেও শত্রুকে তাই
শক্ত জবাব দিতে চাই ।
দেশের অনিষ্টকারীর সঙ্গে
আমার কোন বন্ধুত্ব নাই।
আমার সব বন্ধু স্বজনদের
চেয়েও প্রিয় বাংলাদেশ ।
এদেশের জন্য আমার নেই
প্রেম আবেগেরও শেষ ।
রচনাকালঃ- সন্ধ্যা ৬:৫২টা, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১,
১২ সেপ্টেম্বর ২০২৪, মিরপুর, ঢাকা ।