পাথরের মূর্তি আর ক'টা ঘর ভেঙেছে
ইস্ তাতেই ওদের কি শোক পড়েছে !
কিন্তু এরা আগে একটি কথাও বলেনি
যখন মোদের হাজার সন্তান মরেছে !
কে ভেঙেছে কখন ভেঙেছে সবই তো
আছে রেকর্ড, আছে বিচারাধীন ।
ঐ নির্বুদ্ধিতা আর প্রকাশও পেতো না
অপেক্ষা করলেই আর কটা দিন ।
এমন এক ক্রান্তিকালে কি ভুলভ্রান্তিই
না কথিত শিক্ষিতগন করছে প্রকাশ ।
আহা ! কি অন্তঃসারশুন্য বিবেক আর
বোধের নির্জলা এমনই বহিঃপ্রকাশ !
জড় ক'টা বস্তুর জন্য কত ন্যাকা আর
জাতপাত তুলে করে ওরা গালাগালি ।
অথচ তাদেরই জারজ কুলাঙ্গারগুলো
কত হাজার মায়ের বুক করল খালি !
তখন চোখে দেখে না কানেও শুনে না
জানে না ভাঁজা মাছও উল্টে খেতে ।
এখন গায়ে একটু আঁচড় লাগায় চায়
তারা এর জন্য কঠিন বিচার পেতে ।
আহারে মুখোশ ধারী শয়তানের দল
কত করবি ছল এমনি আর কতদিন ?
প্রকৃতির অমোঘ নিয়মেই তো তোরা
অচিরেই শোধ করবে রে এই ঋণ ।।
রচনাকালঃ- রাত১২:৪১টা, মঙ্গলবার, ২৪ শ্রাবণ ১৪৩১, ৮ আগষ্ট ২০২৪, মিরপুর, ঢাকা ।