যারা ইসলাম নিয়ে করে কটুক্তি
দেখায় নানান রকম খোঁড়া যুক্তি
আমি নিশ্চিত তারা সকলেই অশিক্ষিত মূর্খ গণ্ড
তারা পড়েও না, জ্ঞান অর্জনও করেনা বলেই
বুজলাম ইসলাম মূর্খতা মাপারও এক মানদন্ড ।

কোন মূর্খ মুসলমান কি করলো
তারা তা নিয়েই হামলে পড়লো
তাতেই নাকি হলো প্রমাণ মুসলমানরা সব ভণ্ড  
আহা! পড়াশোনাবিনা মানুষ চক্ষুষ্মান অন্ধ, তাই  
বুজলাম ইসলাম মূর্খতা মাপারও এক মানদন্ড ।

নিত্যই কত জ্ঞানী গুণী বিজ্ঞানী
জীবন ধারায় গড়ছে মুসলমানি
ধর্মে কর্মে জীবন সঁপে ধার্মিকও হচ্ছে যে প্রচণ্ড  
তারা তবু কাঁচের ঘরে বসে ছুড়েছে ঢিল, এতে    
বুজলাম ইসলাম মূর্খতা মাপারও এক মানদন্ড ।

ওরা বুঝেনা কিসে প্রকৃত শান্তি
তাই ইসলামের ছড়ায় বিভ্রান্তি
সর্বদাই যেন তাকেই করতে চাইছে খণ্ড বিখণ্ড
হিংসায় মানুষ যে কত মনুষ্যত্ব হারায় ! দেখে
বুজলাম ইসলাম মূর্খতা মাপারও এক মানদন্ড ।

মুসলমানের নামে ছড়িয়ে দ্বেষ
স্বীয় জাতিকেই করছে নিঃশেষ
ওদের ফাঁসাতে স্বজনকেও মারে এসব পাষণ্ড
এদের জ্ঞান কাণ্ড দেখে অবাক বিস্মিত হয়েই
বুজলাম ইসলাম মূর্খতা মাপারও এক মানদন্ড ।

সাক্ষী তওরাত যবুর ইঞ্জিল পুরাণ
সবই হবে বাতিল এলে কোরআন
সত্যবাদী মুহাম্মদ (স) সকল মিথ্যা করবে পণ্ড
লিখিত যুগের ইতিহাস তবু যখন করে অস্বীকার
বুজলাম ইসলাম মূর্খতা মাপারও এক মানদন্ড ।

রচনাকালঃ- রাত ১১:৫০টা, শনিবার, ১৮ জৈষ্ঠ্য ১৪৩১, ১ জুন ২০২৪, মিরপুর, ঢাকা ।