ধূর্ততার মূর্ত প্রতীক বনের শেয়াল
খাদ্য সংকটে পড়ে করছে খেয়াল
অধুনা মুরগীগুলোকেও চাষ করে
ঘরে ঘরে তুলেছে উঁচু উঁচু দেয়াল ।
তবে আমরা ভাঙবো এই প্রবণতা
দেখাই গিয়ে বেশি বেশি বদান্যতা
শেখাই কষে এবার তাদের দিতেই
হবে স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা !
কানে কানে দিয়ে যেতে হবে মন্ত্র
শেখাতে হবে তাদের চাই গনতন্ত্র
দেখবে সবাই আজ কিবা কালকে
সফল হবেই হবে মোদের ষড়যন্ত্র ।
স্বাধীনতা পেয়েই হলে বেপরোয়া
ওদেরকে বানালো হাতের মোয়া
যখন খুশি খাচ্ছে ধরে মজা করে
বলে লেগেছে আধুনিকতার ছোঁয়া !
রচনাকালঃ- রাত ১০:৫১টা, রবিবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ১০ ডিসেম্বর ২০২৩, মিরপুর, ঢাকা ।