মরার ভয়ে যারা সবকিছুই মেনে নিয়ে বাঁচে
আজীবন তারাই তো থাাকে আগুনের আঁচে !
বেদনার্ত ভগ্ন হৃদয়ে তারা থাকে সদা হতাশ
মরেও বেঁচে রয়ও বটে যেন বনে জিন্দালাশ ।
শিয়ালের মতো শতবছর বেঁচেই বা কি হবে
ক্ষণস্থায়ী এই ভবে বেঁচে কতকালই বা রবে ?
তবে কেন বাঁচার জন‍্য পালিয়ে থাকো পিছু
বরং মরেও বেঁচে থাকতে ভাই কর না কিছু ।
আজকে মরলে দু'দিন পর কে রাখবে খবর
সবর করছে অধীরভাবে অন্ধকার ঐ কবর !
কিছু করতে পারি বা না পারি মরবোই যখন
মরলে শহীদ বাঁচলে গাজী শপথ করি তখন ।
যে মরতে সদা প্রস্তুত তাকেই মরণ করে ভয়
যার মরা বাঁচার তোয়াক্কা নাই জয় তারি হয় ।


রচনাকালঃ- রাত ১২:০৭টা, ২৪ মাঘ ১৪২৯,
৭ ফেব্রুয়ারি ২০২৩, মিরপুর, ঢাকা  ।