চাকরি বাকরি কিংবা ব্যবসা বাণিজ্য
হারিয়ে বন্ধু হয়েছো অসহায় !
আর ভাবছো তোমার দুঃখের অবস্থা
দৃষ্টে সবে করবে হায় হায়...
বরং থেকো সাবধান, তোমার আছে
মরার উপর খাঁড়ার ঘায়ের ভয় ।
তোমার এমন অসহায়ত্বের অবস্থাটা
আসলে মোটেও নিরাপদ নয়...
তুমি হয়তো এই সময়ে পাগলপারা
হয়ে খুঁজবে কিছু একটা করতে ।
কিন্তু ঐ সাধুবেশী শয়তানেরা চাবে
তোমাকে দিয়েই শিকার ধরতে ।
সরল মনে সবার সনে চলতে গিয়ে
বন্ধু পড়বে প্রতারকের খপ্পরে ।
তোমাকেই উল্টো খল বানিয়ে মান
ইজ্জত লুটাবে কারো চড়থাপ্পড়ে ।
তারা দাবার ঘুটি বানিয়ে তোমাকে
খেলবে লেনদেনের মাঝে রেখে ।
মজা মেরে চুপিসারে সটকে পড়বে
তোমার সাদা গায়ে কাদা মেখে ।
তা না হলেও শুধু ওদের সঙ্গ দোষে
তোমার আছে জীবন ঝুঁকি ।
অন্তত নতুন কোন কর্ম পরিকল্পনা
ঐ অস্থির মস্তিষ্কে দেবেনা উঁকি ।
রচনাকালঃ- রাত১১:২৯টা, বৃহস্পতিবার, ২৪ কার্তিক ১৪৩০, ৯ নভেম্বর ২০২৩, মিরপুর, ঢাকা ।