গত হচ্ছেও যত দিন
বেড়ে চলছে শুধু ঋণ
সম্ভাবনাও তত ক্ষীণ
মানুষ হচ্ছে নীতিহীন
মানবিকতাও বিলীন
দেখছি যা না সমীচীন
হচ্ছি সংকটে সম্মুখীন
আরও হচ্ছি পরাধীন
মানসিকতা উদাসীন
বনছি গরীব মিসকিন
সবকিছুই হচ্ছে কঠিন
হতাশায় হই নিমজ্জিন
মনুষ্য সৃষ্ট কোন নীতি
ফেরাবে না সুখ শান্তি
আর কখনো কোনদিন ।
রচনাকালঃ- দুপুর ১:০২টা, মঙ্গলবার, ২৫ পৌষ ১৪৩০, ১০ জানুয়ারি ২০২৪, মিরপুর, ঢাকা ।