মানুষকে মানুষ হতে হলে শিখতে হয়
কতনা কাণ্ড জ্ঞান ।
আর প্রাণীদের প্রাপ্ত জ্ঞান তো শুধুমাত্র
প্রভুর বিশেষ দান ।
মানুষকে পরিচালনা করে তো তারই
স্বাধীনচেতা মন ।
ষাট হাজার রকমের চিন্তা তাই দিনে
করে সারাক্ষণ ।
তার গভীরে থাকে আরও একটি মন
নাম তার বিবেক ।
সর্বোত্তম প্রশিক্ষণবিনা যখন তখনই
ধরে নানান ভেক ।
তাই মনকে না করে রাখতে পারলে
শক্তভাবে দমন ।
সে সর্বদা শুধু করতে চাইবে পাপের
পুরীতেই গমন ।
মানুষকে প্রকৃত মানুষ হতে চাইলে
ধরতেই হবে গুরু ।
গুরুর দীক্ষা বিনা এ জীবনের কিনা
শেষেও হয়না শুরু !
রচনাকালঃ- বিকাল ৪:২০টা, রবিবার, ৫ জৈষ্ঠ্য ১৪৩১, ১৯ মে ২০২৪, মিরপুর, ঢাকা ।