তাদের সকলকেই যে বলে জীব
আছে যাদের জীবন ।
কিন্তু তাদেরকে শুধু মানুষ বলে
আছে যাদের মন ।

সেই মনেরও আবার তিনটি রূপ
চেতন-অবচেতন-অতিচেতন ।
যাদের সঠিক ব্যবহার্যে চাই যে
ভাই কোন সৎ গুরুর প্রশিক্ষণ ।

তবেই তো তুমি করতে পারবে
সদা ভালো মন্দের নিরিক্ষণ ।
যার উপরই প্রভু করবে তোমার
পরকালীন অবস্থান নির্ধারণ ।

কিন্তু তোমার ঐ মনকেই করছে
যে আবার অন্য কেউ নিয়ন্ত্রণ ।
তাই তা না বুঝে শুধু দুনিয়াবীর
পিছে পড়ে তুমি আছ সর্বক্ষণ ।

দিনশেষে ক্লান্ত পরিশ্রান্ত ঐ দেহ
মনে রোগ শোকে কর নির্বাপণ ।
করলে এমন ভুল ভ্রান্তি, খুঁজলে
কত শান্তি হলে না যে বিচক্ষণ ।

স্বীয় মন নিয়ন্ত্রণ না করতে শেখে
নিয়ন্ত্রণ করতে যাও জনগণ ।  
তাই সর্বৈব ব্যর্থ হয়ে তুমি শেষে
যাও মক্কা-গয়া-বৃন্দাবন !!

রচনাকালঃ- রাত ১১:৫৮টা, সোমবার, ১৩ জৈষ্ঠ্য ২৪৩১, ২৭ মে ২০২৪, মিরপুর, ঢাকা ।