তোমাকে হারিয়ে এমনিতেই ভেঙ্গে
খানখান হয়ে আছে এই হৃদয় ।
হয়েছি সাথে হতদ্যোম জীবনীশক্তি
আগের মতো নেইও গতিময় ।
এরই মধ্যে তোমার কথা মনে হলে
ভীষণভাবে কাঁদতে ইচ্ছে হয় ।
জানো না প্রথম প্রথম কেঁদে কেটে
শরীরটাকে করেছিও চরম ক্ষয় ।
কিন্তু এখন আমার কাঁদতেও লাগে
ভয়, কাঁদলে কত যে কষ্ট হয় !
শরীর ও মনে একত্রে পাওয়া কষ্টে
জীবনটা হয়েছে বড্ড বিষন্নময় ।
যেন দূরারোগ্য ব্যধিতে পড়ে মৃত্যু
এই যন্ত্রণা বহুদিন ব্যপী রয় ।
এমন নিত্য মরে বেঁচে থাকতে না
পেরে মৃত্যুর কোলে চাই আশ্রয় ।
আগে বুঝিনি মানুষের প্রতি মমতা
আহারে ! এতটাই যন্ত্রণাময় !
রচনাকালঃ- রাত ১১:৫০টা, রবিবার, ১২ চৈত্র ১৪২৯,
২৬ মার্চ ২০২৩, মিরপুর, ঢাকা ।