আমাদের মহান স্বাধীনতার বিগত এই পঞ্চাশ পর
সোনার বাংলাদেশ দিচ্ছে এক মহাসাফল্যের খবর ।
বিজ্ঞান মনস্ক কলা বিভাগের খবরটাই দারুণ খোশ
কৃতিত্বের সঙ্গে বানাচ্ছে তারা হুতুম পেঁচার মুখোশ ।
সারা বছরই চলে এ নিয়ে গবেষণা জল্পনা কল্পনা
কত মোটা বাজেটে আঁকা যায় কত বিশাল আল্পনা !
তাতে কথিত নাস্তিকদের বাড়ে বেজায় খুশির মাত্রা
নাচতে নাচতে তাইতো ওরা করে মঙ্গল শোভাযাত্রা ।
বছর ভরে যে সব নাস্তিকরা সেজে থাকে অবিশ্বাসী
১লা বৈশাখে দেবতার আশীর্বাদ লাভে বনে বিশ্বাসী ।
অপর দিকে কথিত আফগান ধর্মান্ধ মোল্লারা আজ
যুদ্ধ বিধ্বস্ত দেশটি হতে তাক লাগাচ্ছে বিশ্ব সমাজ !
বানাচ্ছে রেসিং কার মেরামতে উড়ায় হেলিকপ্টার
অত্যাধুনিক প্রযুক্তি আবিষ্কার করে দিচ্ছেও হুঙ্কার ।
মোল্লার দৌড় নাকি মসজিদ পর্যন্ত বলে যে সবাই
আফগানি মোল্লাদের বুদ্ধি দেখে লজ্জা হয়না ভাই ?
অপবাদ দিয়ে বলছ ওদের অসভ্য-বর্বর-মূর্খ-জঙ্গি
দেশ রক্ষায় একা লড়েছে সাহায্যও কর নিরে ঢঙ্গী ।
তারা ঈমানি শক্তি দ্বারা লড়ে বিশ্ব শক্তির বিরূদ্ধে
তোমরা তখন জঙ্গি বলে আগুনে ঘি ঢালো ঐ যুদ্ধে ।
তারা দেশকে দূর্নীতি মুক্ত করতে শরীয়ায় নিযুক্ত
যুদ্ধ বিধ্বস্ত দেশটি তাই দ্রুতই হলো অভাব মুক্ত ।
আর সোনার বাংলার সোনার ছেলেরা, করছে কি ?
দাদারাসহ দেশটা লুটছে নিজেদেরও দিচ্ছে ফাঁকি !
সাচ্চা মুসলমান দেখতে কেমন দেখাচ্ছে আফগান
আমরা মোনাফেক হয়ে গাইছি মুশরিকের জয়গান ।
স্বজাতিকে সমূলে ধ্বংসে সব আয়োজন করা সারা
মুসলমান মোনাফেক হলে তার চেয়ে জঘন্য কারা ?
তাই ঈমান হারা মুসলমান দ্বারা চালালে রাজনীতি
স্বদেশ শুধু নয় বিশ্বময় হবেই যে ভয়াবহ পরিণতি ।।
রচনাকালঃ- রাত ১১:১৫টা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ১ মে ২০২৪৷ মিরপুর, ঢাকা ।