অকুতোভয়ী এক বীর বিক্রম
স্যার ডা. জাফরুল্লাহ ।
পবিত্র রমজানে তাঁকে সাদরে
তুলে নিলেন মহান আল্লাহ্ ।
পুরো জীবন যৌবনটাই উজার
করেছেন যিনি দেশের তরে ।
স্বাস্থ্যসেবাও পৌঁছে দিয়েছেন
এ বাংলার প্রতিটি ঘরে ঘরে ।
দেশের প্রতি যার ভালোবাসা
ছিলো অসীম অতুলনীয় ।
তিনি ছিলেন আমাদের সবার
তাই পরম শ্রদ্ধাভাজনীয় ।
অকৃজ্ঞ হবো সবাই অস্বীকার
করলে তার অবদান ।
তিনি যে এ বাংলার ক্ষণজন্মা
এক সূর্য সন্তান !
সোনার এ মানুষরাই সোনার
বাংলা তিলে তিলে গড়েছে ।
যার নির্মাণে এরা অপরিসীম
ত্যাগ তিতিক্ষাও করেছে ।
আভিজাত্যের সাথে বিলাতের
বিলাস আর বৈভবতা ছেড়ে ।
মানব সেবায় জীবন কাটালেন
ত্রিশ বছরের পুরোনো কাপড়ে ।
এমন নিখাদ মানব প্রেমী আর
সজ্জন ব্যক্তি কত দেশে পায় ?
আল্লাহ্ পাক তাই তাকে উত্তম
মর্যাদা দিক দোয়া সর্বদায় ।
রচনাকালঃ- রাত ১১:৫৮টা, বুধবার, ২৮ চৈত্র ১৪২৯, ১২ এপ্রিল ২০২৩, মিরপুর, ঢাকা ।