ভাড়ার বাড়িটা কোথাও ছেড়ে যেতে
পুরাতন জিনিসটা ছুড়ে ফেলে দিতে
তাতেও যে মনে লাগে কত মায়া..
অথচ যারে করেছিলাম জীবন সাথী
নিত্য যারে নিয়ে স্বপ্নের মালা গাঁথি
আজ তার দেখিনা একটুও ছায়া ।
প্রভু পাখপাখালি সৃজিল জুটি বেঁধে
বিরহ যন্ত্রণাটা দিল মানুষের কাঁধে
স্বর্গীয় প্রেম পেলো নারকীয় স্বাদ !
পৃথিবী প্রেমময় না হয়ে হলো ঘৃণ্য
এক নিটোল প্রেম না পাওয়ার জন্য
কত জীবনও যে হলো বরবাদ !
যদি জানতাম এ মায়া শুধুই মিছে
অমন হন্যে ঘুরতাম কি তার পিছে
কিছুতেই পেলাম না তার মুল্য ।
ভেবেছিলাম যারে আমার অর্ধ অঙ্গ
কিন্তু সে-ই করল আমার স্বপ্ন ভঙ্গ
জীবনটা তাই হয়েছে পশু তুল্য ।