গ্রামে গ্রামে ঘুরে কতেক মেয়ের বাবারা
বলে বেড়ায় বেজায় গর্ব ভরে ।
জানেন মেয়ে আমার ভার্সিটিতেও পড়ে
আবার অনেক টাকাও কামাই করে ।
অনেক ছেলের বাবারা তা শুনেই ভীষণ
লজ্জায় যেন যায় যায় মরে ।

বলে হায় ! হায় ! ছাত্রী হয়েও যদি টাকা
কামায় তবে ছেলে কি নেশা খায় ?
তাকে তো পড়াতে গিয়ে দেখি আমি যে
ফকির হলাম প্রায় !
ছেলে যখন বাবার কাছে টাকা চায় ব‍্যস্
তখনই বাবা রেগে সে কথা শুনায় ।

ছেলে বলে দেখো বাবা এ কথা তোমায়
কেমনে আর বলি বা খুলে ।
অভিভাবকহীন মেয়েরা শুধু এই শহরে
নয় বিদেশেও একা একাই যায় চলে ।
শুধু কি তাই জাতপাত নাই যারা যখনই
ডাকে তাদের সঙ্গে থাকে টাকা হলে ।

টাকার জন‍্যে এরা করে না এমন কিছুই
নাই এদের শুধু টাকা চাই টাকা ।
এদের ন‍্যায়নীতি নাই নাই ধর্মের বালাই
এরা বলে টাকা ছাড়া জীবনটা ফাঁকা ।
তাইতো বিয়ে সাদী করলে করবো স্বল্প
শিক্ষিতাকেই বাবা পণও করেছি পাকা ।

আর অমন মেয়ে করলে বিয়ে আগে যে
তোমাদেরকেই পাঠাবে বৃদ্ধাশ্রমে ।
আমার সব সম্পদ লুটে পর পুরুষে মত্ত
রবে আমায় ধ্বংস করবে ক্রমে ক্রমে ।
এটা শেষ যামানা কাজে এই কথা বলে
লাভ হবেনা তাই বলনা কোথাও ভ্রমে ।

ইসলামে সাধে নিষিদ্ধ করেনি মাহরাম
পুরুষবিনা নারীকে বাইরে যেতে ।
মানুষের চিরশত্রু শয়তান আধুনিকতার
দোহাই দিয়ে সর্বদাই রাখে মেতে ।
তাইতো কতেক নির্বোধ পরিণাম ভুলে
মন খুলে যা ইচ্ছে তাই চাচ্ছে পেতে ।


রচনাকালঃ- রাত ১১:৫৪টা, রবিবার, ৭ কার্তিক ১৪২৯,
২৩ অক্টোবর ২০২২, মিরপুর, ঢাকা