মেসি ও মেসি তোমায় যে ভীষণ ভালোবাসি
তুমি যদিও আর্জেন্টাইন তবু যেন বাংলাদেশী
তুমিই সেরাদের সেরা তাই বিশ্বকাপ জিতে
নিয়েছ ভাই আমরা সবাই খুশি বেজায় খুশি ।
যখন থেকে বিশ্বকাপ খেলেছে ম্যারাডোনা
তখন থেকে মোদের ভালোবাসা আর্জেন্টিনা
তখন থেকেই তো এই বাংলার ঘরে ঘরে
চলছে ফুটবল নিয়ে চরম উচ্ছাস উন্মাদনা ।
মেসি ও মেসি তোমায় যে ভীষণ ভালোবাসি
তুমি যদিও আর্জেন্টাইন তবু যেন বাংলাদেশী
কঠোর মেহনত করে তুমি ভাগ্য নিয়েছ গড়ে
পেশায় ভীষণ দক্ষ তুমি গড়েছ সুঠাম পেশী ।
নিজের কাজের প্রতি যদি থাকে এমন প্রত্যয়
তার পক্ষে বিজয় অর্জন অসম্ভব কিছুই নয়
দক্ষ জনের পক্ষ নিয়েই তোমায় করছি আদর
দক্ষতার থাকেই কদর সব সময় সারা বিশ্বময় ।
মেসি ও মেসি তোমায় যে ভীষণ ভালোবাসি
তুমি যদিও আর্জেন্টাইন তবু যেন বাংলাদেশী
তুমি আবার করলে প্রমাণ নিজেকে করতে
পারলে নির্মাণ হৃদয়ে ধারণ করবেই বিশ্ববাসী ।
মেধা শ্রমে পর্যায়ক্রমে তুমি হলে মহা নায়ক
বিশ্ব সেরা এমন পুরস্কার তোমারই তো হক
তোমার আছে উন্নত শির তাই তুমিই বিজয়ী
বীর অধীর হয়ে দেখে তোমাকে যত নির্বাচক ।
মেসি ও মেসি তোমায় যে ভীষণ ভালোবাসি
তুমি যদিও আর্জেন্টাইন তবু যেন বাংলাদেশী
ম্যারাডোনা তুমি আর আর্জেন্টিনাকে নিয়ে
আমরা যে ভাই চলতে চাই সদাই পাশাপাশি ।
রচনাকালঃ সকাল -১০:১৭টা, সোমবার, ৪ পৌষ ১৪২৯, ১৯ ডিসেম্বর ২০২২, মিরপুর, ঢাকা ।