ওগো যুগাধুনিক ললনা....
আমি বারবারই তোমায় বলে আসছি
ওদের সঙ্গে আর চলো না চলো না ।
তবুও তুমি ওদেরই সনে খুল্লাম খুল্লা
বসনে চলতে কর হাজার ছলনা ।
কেন গো অমন বেপরোয়া চলে তুমি
নিজেকে নষ্ট কর, একটু খুলে বলনা ।
তুমি কি চেনো নিজেকে ?
নিজকে না চেনে চিনবে কেমন করে
বহুরূপী এই পুরুষ জাতিটাকে ?
হ্যাঁ, আমি পুরুষ বলেই হাড়ে হাড়ে
চিনি পুরুষ সবকটাকে ।
তোমায় আধুনিকতার আগুনে উস্কে
সুধা দেয় তার পৈশাচিক আত্মাকে ।
কিন্তু তুমি তো তা বুঝো না ।
ওরা তোমাদের কাউকে পন্য ছাড়া
আর কিছুই কিন্তু ভাবে না !
শুধুই রূপের কদর করে বলে আর
বাকীদের প্রতি ছড়ায় চরম ঘৃণা ।
যারা কামুক কিনা ওরা সদাই বলে
তোমায় নাকি যায় টাকায় কেনা !
আর যারা ধার্মিক পুরুষ ।
তোমায় দেখলে তারা কভুও হয়না
লোভাতুর, করে না উসখুস ।
তারা তোমায় হৃদয় দিয়ে অনুভব
করে বলে ফেরাতে চায় হুঁশ ।
তাদেরই তুমি ভৎর্সনা দিয়ে বলছ
কিনা এরা সব অমানুষ, অমানুষ ?
রচনাকালঃ- রাত ১১:৪৯টা, সোমবার, ২৭ চৈত্র ১৪২৯, ১০ এপ্রিল ২০২৩, মিরপুর, ঢাকা ।