বয়স বেড়ে হলেও বুড়ো ভাম
তবু যে রইলে অবুঝ খোকা !
আজও নিস সেই নেতার নাম
তুই আসলে নির্বোধ বোকা !
আজও করিস পঁচা রাজনীতি ?
আজও তাদের দেখাস প্রীতি ?
যার করিস এতোই গুন গান
সে জনতাকে দেয় ধোকা ।
তাই সব সময় হই সন্দিহান
তুই মানুষ, নাকি পোকা ?
যাকে নিয়ে তোর মাতামাতি
সে জ্বালায় দেশের লালবাতি ।