কে না জানি...
এই দুনিয়াটা নয়কো স্থায়ী আবাসের জন্য ।
কিন্তু কে মানি ?
হীনস্বার্থ চরিতার্থে কাজ করছি কত নগন্য !
সুখটাও কি স্থায়ী ?
তবু কেন কাউকে ঠকাতে করি না কার্পণ্য ?
কে বা হয়েছে..
বিশ্বাসকে ধোকা দিয়ে এই দুনিয়াতে ধন্য ?
সব জেনেও কি,
মানুষ লোভের বশীভুত হয়ে তবু হয় বন্য ?
হায়রে মানুষ!
নিজেকে বিকিয়েও হতে পারো সস্তা পন্য ?
অথচ স্রষ্টা তো
তোমাকেই করেছে যে সৃষ্টির মধ্যে অনন্য !
মানুষ হয়েও বুঝি না
দুনিয়াদারীর জন্য মানুষ কেন এতো জঘণ্য ?
রচনাকালঃ- রাত ১১:৫৩টা, শুক্রবার, ২৫ ফাল্গুন ১৪২৯, ১০ মার্চ ২০২৩, মিরপুর, ঢাকা ।