শহরে নগরে যত্রতত্রই মানবেতর
জীবনে যাপিত মানুষের যত দূরাবস্থা ।
অবস্থা দৃষ্টে ভাবি ভবে এর চেয়ে
বুঝি আর কোন কিছু নয় এতো সস্তা !
তা না হলে ঘুরে বেড়িয়ে দেখো
না হে বন্ধু এই পুরোটা পৃথিবীর বুকে ।
জনঅরন্যে বাস করলেও মানুষই
অন্নের অভাবে কেন মরবে ধুঁকে ধুঁকে ?
দেখাতে কি পারবে কোথায় কোন
বন্য প্রাণী মরছে এভাবে খাদ্যাভাবে ?
অথচ আমরা রাষ্ট্র লুটে অকপটে
মজুদ রাখার পরিনত করেছি স্বভাবে !
ওরা রাস্তায় পরে না থেকে কি'বা
করবে এমন দুর্মূল্যের বাজারে আজ ?
আমরা যদি কর্পোরেটের মোড়কে
বিক্রয় করি ঝাল মুড়ি থেকে জাহাজ !
আমরা যদি কোটি কোটি টাকায়
ঘটা করে করি জমকালো সেলিব্রেশন ।
তবে তারা কেন ভিটে ছাড়া হয়ে
ফুটপাতে গড়বে না ঝুপড়ির আবাসন ?
কিংবা অস্ত্র বাণিজ্যের আগ্রাসনে
বলির পাঁঠা হয়ে কেন হবেনা ভবঘুরে ?
কাকপক্ষীরাও স্বজনের জন্য যা
করে তথাকথিত সভ্যরা কি তা করে ?
প্রকৃত ধর্ম শিক্ষা নেই বলেই তো
আজ নেই যে সেই কাঙ্ক্ষিত মানবতা ।
আধুনিকতার চাকচিক্যে লুকিয়ে
লালন করে সবে জাহেলিয়াতি বর্বরতা ।
লোভ লাসলার লাগাম ছিঁড়েছে
বলেই তো মানুষ হচ্ছে আজ ছিন্নমূল ।
মানুষের জন্যই মানুষের এমন
হতদ্দশা কিন্তু বানভাসিরাও পায় কূল ।।
রচনাকালঃ- রাত ১১:৫৩টা, মঙ্গলবার, ১৯ চৈত্র ১৪৩০৷
৩ এপ্রিল ২০২৪, মিরপুর, ঢাকা ।