মানুষরা এখন অনেক দুষ্ট তাই
                ভীষণ রুষ্ট হলেন বুঝি বিধাতা ।
তার শাস্তি স্বরূপই মানুষ হতে
                তিনি তুলেও নিলেন মানবতা !
বেশী স্বাধীনতা দিয়ে যাদেরই
                সৃষ্টি করে গড়ে দিলেন মানব ।
সে স্বাধীনতা পেয়ে মানব যেন
                দিনে দিনে হয়ে উঠলো দানব ।
মানবতা দেখাচ্ছেও তাই বনের
                পশুপাখি মানুষ করে চিত্র ধারণ ।
তবুও মানুষ যেন খুঁজে পায় না
                তারই মানবতা হারাবার কারণ !
স্রস্টা কভু নেমে এসে মানুষকে
                শেখাবেন না হাতে খড়ি দিয়ে ।
তিনি মানুষকে শেখান এভাবে
                নানান নজীর স্থাপনেই বুঝিয়ে ।
মানবতাবিহীন মানুষদের দ্বারা
                মানুষ মরার আগে দেখে নরক ।
মানুষের এই গুনের অনুপস্থিতি
                সমাজ জীবনে কত ক্ষতিকারক ।
আর যত কিছু করুক না মানুষ
                অবজ্ঞা করে তাদের মানবতা ।
কিছুতেই সুখ দেবে না কখনো
               শুধু বস্তুবাদে নির্মিত এ সভ্যতা ।

রচনাকালঃ- দুপুর ১:৪৬টা, শনিবার, ৩০ আষাঢ় ১৪৩১,
১৪ জুলাই ২০২৪, মিরপুর, ঢাকা ।