মানবতা ! কিসের মানবতা ?
তা কি আদৌ বেঁচে আছে ?
হ্যাঁ আছে, তাতো আছে শুধু টাকার কাছে !
টাকাটা ভাই তুমি যেভাবেই কর না কামাই
বয়স আশি কি নব্বই, সবাই বানাবে জামাই ।
যদি কোনদিন রোজগারহীন না ছিলে বেকার
তবে তোমার তো পুরো জিন্দেগীটাই বেকার !
টাকা যার না থেকেছে সেই তো শুধু দেখেছে
কাকে বলে মানবতা ? সেই শুধু তা শিখেছে ।
তাই বলি ভাই খামোখা আর
ওসব মানবতার দিও নাগো দোহাই
ওসব কিছু এখন আর দুনিয়াতে কোথাও নাই ।
পাইপাই করে দুহাত ভরে কামাও শুধু টাকা
নইলে তোমার জীবনে সবই হবে যে ফাঁকা ।
যা কিছু কর ভাই লাভ নাই
না পেলে তেমন আর্থিক সফলতা !
টাকা ছাড়া আর কোনভাবে পাবে না মানবতা ।