রাজা খায় গাঁজা
প্রজা চাল ভাজা
তবে কেন সদা
প্রজা পায় সাজা ?
এতো সত্যি ধাঁধা
প্রজা হলো গাধা
লোভে মাল বহে
মুলা দিলে বাধা ।
প্রজা লোভী হলে
রাজা ছলে বলে
বংশ জ্ঞাতি শুদ্ধ
ভোগ করে চলে ।
রাজা পাক মজা
পথে চল সোজা
খেয়ে দেয়ে তাই
বাজা ঢোল বাজা ।
থাক রাজা সুখে
ছাই তোর মুখে
প্রজা হয়ে তুই
থাকো চির দুখে ।
রচনাকালঃ- রাত ৯:২৮টা, সোমবার, ৯ মাঘ ১৪২৯,
২৩ জানুয়ারি ২০২৩, মিরপুর, ঢাকা ।