৫১।

রিমঝিম রিমঝিম আষাঢ়ে বাদলের এই বরষায়
ঠায় বসে আছি বারান্দায় আজও অদৃষ্ট ভরসায়
ফিরে আসবে সখা কুটিরে
মেলাবে আবার এ জুটিরে
আষাঢ় ভাসবে ভাষার ঢেউয়ে নতুন ভালোবাসায় ।

৫২।

মেঘ গুড়গুড় এই মেঘলা দিনে শুধুই পড়ে মনে
সেই খাল পাড়টির ছাউনিটিতে বসেছিনু দুজনে
সকল ব‍্যথা বেদনা ভুলে
বলেছি মনের কথা খুলে
খুনসুটি করেছি কতনা সেই মন মানসীর সনে ।  

রচনাকালঃ- বেলা ৩:২১টা, শনিবার, ২৪ আষাঢ় ১৪৩০,
৮ জুলাই ২০২৩, ব‍্যঙ্গালোর, ভারত ।