অনন্তকাল রাষ্ট্রশাসন করারই উচ্চাভিলাষে
সন্ত্রাসীদেরকে জামাই আদরে রাখলে পাশে ।
পেশীশক্তির মদমদ্দতায় রাষ্ট্র করে করায়ত্ব
স্বৈরশাসনে কেড়ে নিলে দেশের সকল স্বত্ব ।
উজির নাজির হল তাই ভণ্ড মূর্খ সন্ত্রাসীরাই
দেশকে মগেরমুল্লুক বানিয়ে কর যাচ্ছেতাই ।
আন্তর্জাতিক রাজনীতিতে দেবে যখন বার্তা
তখন আর দলে পাওনা খুঁজে সুযোগ্য কর্তা ।
কুটনৈতিক শিষ্টাচার ওরা জানে নাতো কেউ
বিদেশীর সনে দেশীর ন্যায় করে ঘেউ ঘেউ ।
হিতেবিপরীত করে উল্টো জল করছ ঘোলা
শিক্ষা হবে তবে যবে চৌদিকে খাবে গোলা ।
আজ অব্দি স্বৈরশাসনে শুভ হয়নি পরিণতি
সেই দশা ভোগে তোদেরও ধরল ভীমরতি !
স্বীয় খায়েশ মিটাতে ধ্বংস করছ যে সমাজ
জ্ঞাতিগুষ্ঠি শুদ্ধ তবে লয় হবে রে জুলুমবাজ !
তোদের ধ্বংসে কভু কারো প্রয়োজনই নেই
নিজকর্মে ধ্বংস ডেকে আনবে নিজে নিজেই ।
রচনাকালঃ- দুপুর ২:০৭টা, মঙ্গলবার, ২৭ আষাঢ় ১৪৩০,
১১ জুলাই ২০২৩, ব্যঙ্গালোর, ভারত ।