তোর এই আধুনিক নামের শিক্ষাটাতেই
           মোর যত ঘোর আপত্তি ।
একরত্তি আদর্শ নীতি নেই বলে সমাজে
           এতো শুধু ঘটায় বিপত্তি ।

ছাত্রাবস্থাতে চরিত্র হারিয়ে প্রেমের নামে
          কর ব‍্যভিচার প্রতারণা ।
মাবাবার সঙ্গেও জুলুমবাজি কর শিক্ষার
           নামে চালিয়ে প্রচারণা ।

আবার শিক্ষিত হলেও তো মহা সংকট
          থাকো তো অর্কমন‍্য হয়ে ।
আর না হয় নেতা কমাকর্তা বনে রাখো
          দেশ জনতাকে ভয়ে ভয়ে।

উচ্চশিক্ষিত হলেও তোমায় নিয়ে বিপত্তি  
        তখন অহংকারে হও অন্ধ ।
হামবড়া ভাব মেরে চলে ফিরে তুমি যে
        জ্ঞানী হবার পথ কর বন্ধ ।


অসমাপ্ত