আজও কি লিখে চলেছো কবি
শুধু প্রেম প্রীতি আতা-পাতা ?
জুলুমের প্রতিবাদ কি ভুলেছো
নাকি কলমটা হয়েছে ভোতা ?
এতো পীরিত উথলে দিয়ে শুধু
যৌবনপ্রাপ্তদের করছো ধন্য !
আর পীরিতিই নাই কি তোমার
দেশের উৎপীড়িতের জন্য ?
তোমার ঐ অসির ঘায়ে দস্যিরা
হয়তো হতো সবাই কাবু ।
উল্টো জালেমরা তোমার মসির
তোষনে বনে সাহেব বাবু !
যুগ যন্ত্রণার নিরসনে যখন সবে
চেয়ে থাকে তোমার পানে ।
তখনও কিনা তুমি মেতে আছো
রোমান্টিক কবিতা-গানে !
হায় কবি ! বুঝলে না হে যখন
এ ভবে আার আসবে না নবী ।
তুমিই তো পারতে তুলে ধরতে
তাদের কিছু না কিছু প্রতিচ্ছবি ?
কিন্তু কোন কাজে গো লাগালে
তোমার মেধা বুদ্ধি শ্রম সময় ?
আহা ! কতই তো ভাবলে, শুধু
ভাবলে না কি ভাবল দয়াময়...
রচনাকালঃ- রাত ১১:৫৫টা, বৃহস্পতিবার, ২ ভাদ্র ১৪৩০, ২৮ মহরম ১৪৪৫, ১৭ আগষ্ট ২০২৩, ব্যঙ্গালোর, ভারত ।