স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ তাই
এ জগতে সবাই তার দাস ।
সে মানুষ যদি মাথা নোয়ায়
অন্যত্র তবে তো সর্বনাশ !
সৃষ্টি করবে স্রস্টারই দাসত্ব
এটাই যে সৃষ্টির নিগুঢ় তত্ত্ব ।
স্বয়ং স্রস্টাই যখন তার এই
সত্তাকে করে রাখল স্বাধীন ।
তবে এতোটা ধৃষ্টতা কার হে
যে তাকে রাখো পরাধীন ?
তার হস্তে নাও চরণে পুজা
যতই হওনা তুমি বহুভূজা ।
বাদশার বাদশা যাকে করে
রেখেছে তার স্বাধীন দাস ।
তাকে তোমার দাস বানাতে
আছে কি ভাবার অবকাশ ?
হে পরম সৌভাগ্যের মানুষ
তোমারও তো দেখিনা হুঁশ..
শুধু স্রস্টার তরে নোয়াবার
জন্য পেয়েছিলে যে শির ।
তার অবমাননায় সবচেয়ে
পাপী তুমি হে এ ধরিত্রীর ।
রচনাকালঃ- রাত ৯:১৭টা, সোমবার, ১০ পৌষ ১৪৩০, ২৫ ডিসেম্বর ২০২৩, মিরপুর, ঢাকা ।