তোমাকে ছেড়ে আমি যেন যতই যাচ্ছি দূরে
বেদনার মরণ বীণ ততই বাজে করুণ সুরে ।
তোমায় হারানোর দিন যতই গত হয়ে যায়
ততই বিক্ষত হৃদয় যেন তাজা রক্ত ঝরায় ।
দুনিয়া ঘুরে দেখে আমি জুড়াতাম দুই নয়ন
কিন্তু এখন করি শুধু বিরহী শোক মন্ত্র চয়ন ।
ক্লান্তিহীন শরীরে ঘুরেছি যে গ্রাম-গঞ্জ-শহর
সেই শরীরে বইছে আজ নীল বেদনার নহর ।
এ বয়সে এই শরীরে তুমি ঢুকালে দূরারোগ
বিষ খাইয়ে না মেরে কেন দিলে এ দূর্ভোগ ?
তুমি তো বেশ জানতে আমার কেমন মমতা
কিভাবে তবে কর আমার সনে এই নিষ্ঠুরতা ?
ভ্রমনকালে মানুষ মানুষ দেখে চোখ জুড়ায়
আমার হৃদয় উল্টো তোমার জন্যই পোড়ায় ।
ভেবেছি ভ্রমনে তুমিই হবে সেরা সফর সঙ্গী
নতুন জায়গা ঘুরলে তাই কষ্ট পোহাই চতুরঙ্গী ।