সারা বছর যারা পশুদের দিকে
একবারও ফিরে চান না ।
আহা ঐ পশুরাই পশুদের জন্য
আজ করছে কত মায়া কান্না !
বিশ্বকে বুঝায় তারা পশু প্রেমী
যেন কখনোই পশু খান না ।
আড়ালে এই চাড়ালরা সাবাড়
করে আমিষের সব রান্না ।
আর যখনই আসবে কোরবানি
তখনি ঐ পশুরা করে শয়তানি
তাচ্ছিল্য করে আল্লাহরও বাণী
আমরা জানি কোরবানিতে ধন্য
হয় যে সেই পশুর জীবন খানি ।
ওরে ছাড়ো নারে তোরা মনগড়া
ওসব খোঁড়া তত্ত্ব যুক্তি...
স্রস্টার বিধানবিনা সৃষ্টির কখনো
হয় কিরে আদৌ মুক্তি ?
বন্ধ কর অন্ধ ওরে গায়ের জোরে
করিস না আর অত্যুক্তি ।
দীনের আলোর সত্য ছেড়ে কেন
হওরে জাহেলিয়াতে অন্তর্ভূক্তি ?
কোরবানি করে না শুধু মুসলমান
অনেক ধর্মেই আছে এমন বিধান
আজকে তুমি হঠাৎ হলে দয়াবান
হও তবে স্রস্টার বিধান লঙ্ঘনকারী
মানেই ভ্রষ্টাচারী-জালেম-শয়তান ।
রচনাকালঃ- দুপুর ১:১০টা, শনিবার, ২৫ জৈষ্ঠ্য ১৪৩১, ৮ জুন ২০২৪, মিরপুর, ঢাকা ।