কথা তো তারই বেশি হৃদয়গ্রাহী হবে
যে ঐশী জ্ঞান ও বাস্তবতা পর্যবেক্ষণ
মিশ্রণে তার বিশ্বাস থেকে তা বলবে ।
জ্ঞান বিতরণে যারা হয়ে আছে মহান
আমি তো দেখিনা কেউ বলেনি তার
বেশি যা বলেছে হাদিস ও কোরআন !
সে জ্ঞান স্বনামে কেউবা করে প্রকাশ
জ্ঞানী বলে কুড়িয়ে নাম যশঃখ্যাতি,
কৌশলে ঘটিয়েছে স্বনামের বিকাশ ।
আদমকে আল্লাহই দিয়েছিলেন জ্ঞান
বংশ পরম্পরায় তাইতো কল্বে ধারণ
করে চলি আমরা যে সব তার সন্তান ।
যৌক্তিকতা কি তাই পাণ্ডিত্য প্রদর্শনে,
কেন তবে আমরা বিভেদ বিভাজনের
চক্রে চলি স্বঘোষিত পণ্ডিতের দর্শনে ?
রচনাকালঃ- রাত ১১:৫১টা, মঙ্গলবার,
৫ চৈত্র ২০২৪, ১৯ মার্চ ২০২৪, মিরপুর, ঢাকা ।