জাতি হিসেবে আমরা বাঙালিরা বেজায়
সাহসী-পরিশ্রমী-ধর্মভিরু-বুদ্ধিদীপ্ত ।
কিন্তু অতিভক্তি রসের অন্ধত্বেই অপাত্রে
ভক্তি করে আজও হই না অনুতপ্ত ।
বরং শুধু এই একটি গুনের কারণে আজ
অকারণে হচ্ছি সবাই অভিশপ্ত ।
সবাই একই ভাষাভাষি একই সংস্কৃতির
হলেও এই একটি কারণেই বিক্ষিপ্ত ।
ধ্বংস হচ্ছে দেশ জাতি তবু আছি মাতি
ভক্তিতে, এ ব্যপারে একদম নির্লিপ্ত ।
দেশটা লুটে খেলেও তাদের কাছে সর্বস্ব
হারালেও তবু ভক্তিতে হইনা পরিতৃপ্ত ।
আশ্চর্য ! কোন ব্যধিতে ভুগে যুগে যুগে
সম্ভাবনার জাতি এ জঘন্যতা করে রপ্ত !
হবে কি জাতি বিবেকবান হবে কাণ্ডজ্ঞান,
পাবে কি পরিত্রান, হবে কি তা সমাপ্ত ?
নয়তো সব গুণে গুণান্বিত এই জাতি শুধু
এ জন্যেই অনন্তকাল দাসত্বে রবে লিপ্ত ।
রচনাকালঃ- রাত ১১:৫৫টা, সোমবার, ৬ আষাঢ় ১৪৩০, ১৯ জুন ২০২৩, ব্যঙ্গালোর, ভারত ।