কবিতা--
তোমাকে নিয়ে প্রয়োজনও ছিল বটে
আমার সামনে এগোবার ।
তাই বলে কি এতোটাই দরকার ছিল
আমার আরও আবেগ মন্থন করবার  ?
যে আবেগ করতে গিয়ে উৎপাদন;
হারাতে হয় প্রাণের প্রিয়জন !
যা একবার হারালে কেঁদে আবেগ
উৎপাদন হয় সারাটা জীবন !
কবিতা--
তখন তোমার ভরবে বুক পাবেও
অনাবিল সুখ পাঠক সমাজে ।
আহা !  তুমি কত চতুর আর কতই
না নিষ্ঠুর তোমার এহেন কাজে !
আসলে নিজ নিজ স্বার্থে সবাই যে
স্বার্থপর এই দুনিয়ায়....
কবিতা, তাই বলে তুমিও কাউকে
করতে পারো এতোটা অসহায় ?
দুঃখিত কবিতা আমি খুবই দুঃখিত,
তোমায় ঢালাও করছি দোষোরোপ !
আমার বুকে দাউ দাউ আগুন জ্বলে
বলেই হয়তো দাগাচ্ছি এমন তোপ ।
না কবিতা, কষ্ট নিও না বিপর্যস্ত এই
দিনে বরং শুধু তুমিই রইলে পাশে ।
একমাত্র তোমার আশ্রয়ে প্রশ্রয়ে যে
তার তরে অপেক্ষার ধৈর্য্য আসে ।
এই দুর্দিনে তুমিই যে এখন একমাত্র
অবলম্বন আমার হতভাগ্য জীবনে ।
তোমারই নিবিড় সাহচর্যে আমি যে
আজও বেঁচে আছি তার বিহনে ।
কবিতা...
এতটা কষ্ট যখন করছ আমার তরে
তবে আরও একটু কষ্ট করনা ।
যেমন করেই হোক কি বলে বলুক না
শতলোক একবার তাকে এনে দাওনা  ।

রচনাকালঃ- বিকাল ৫:৩৫টা, শনিবা, ২৮ মাঘ ১৪২৯, ১১ ফেব্রুয়ারি ২০২৩, মিরপুর, ঢাকা ।