শহরের অলিতে গলিতে
বিপদ আজকাল চলিতে
দুধের শিশুর শুনি হুঙ্কার
ভয় সবার প্রাণ হারাবার
না জানি কখন তারা মেরে দেবে ল্যাং
তারা যে মুর্তমান আতঙ্ক কিশোর গ্যাং !
ছড়িয়েও পড়েছে দেশে
চলেফিরে বীরের বেশে
পরোয়া করে না মোটে
ভাগ্যে ঘটুক না যা ঘটে
ইভটিজিং করে নির্ভয়ে চলে ড্যাং ড্যাং
তারা যে মুর্তমান আতঙ্ক কিশোর গ্যাং !
করলে ওদের প্রতিবাদ
তার জান করে বরবাদ
তাদের অতি অত্যাচারে
কতজনে।হ্ন এলাকা ছাড়ে
দেখলেই নাকি তারা ভেঙ্গে দেবে ঠ্যাং
তারা যে মুর্তমান আতঙ্ক কিশোর গ্যাং !
আছে নাকি খুঁটির জোর
তাই চলে স্বপ্নে বিভোর
ওরা মাদক বেচে সবাই
কোন কিছুর অভাব নাই
বড় ভাই শুনা মাত্র দিয়ে দেবে ঘ্যাচাং
তারা যে মুর্তমান আতঙ্ক কিশোর গ্যাং !
নষ্ট এ রাজনীতিটা ধন্য
কিশোর গ্যাঙেরই জন্য
নানা অপকর্মের হোতা
নেপথ্যেই যে বড় নেতা
রুখে দাড়ালে ওরা বানিয়ে দেবে ব্যাং
তারা যে মুর্তমান আতঙ্ক কিশোর গ্যাং !
রচনাকালঃ- রাত ১১:৪৮টা, সোমবার, ১০ বৈশাখ ১৪৩০, ২৫ এপ্রিল ২০২৩, মিরপুর, ঢাকা ।