আমার মাঝে প্রায় সময়
এমন কিছু প্রশ্ন হয় উদয়...
উত্তর কি দিতে পারবেন কোন মহাশয় ?
তা হলো এদেশে..
যারা যত বেশী খাদ্যে ভেজালকারী তারাই
সবচেয়ে বড় ব্যবসায়ী, তা কেন হয় ?
যারা যত বেশী নোংরা ও অপরিচ্ছন্ন তারাই
তত বেশী খাদ্য বিক্রেতা কেন হয় ?
যারা যত বড় নেতা তারা তত বড় খুনি ধর্ষক
চালবাজ আর লুটতরাজের হোতা, কেন হয় ?
যারা যত বেশী অনুদার আত্মকেন্দ্রিক আর
ফাঁকিবাজ তারাই কেন বেশী শিক্ষক হয় ?
যারা যত বেশী খারাপ তারাই তত বেশী
মানুষের জীবন সঙ্গী কেন হয় ?
যারা যত বেশী ভণ্ড তারা তত বেশী ধর্মের
ধারক বাহক, তা কেন হয় ?
যারা যত কম বোঝে তারাই যেন তত বড়
বক্তা হয়, সেটাই বা কেন হয় ?
আর যারা যত বেশী উপকার ভোগী তারা
তত বেশী অকৃজ্ঞ, তা কেন হয় ?
না, এসবের উত্তর কারো জানা নেই নিশ্চয় ?
এর উত্তর আমিই দেবার চেষ্টা করছি ভেবে
দেখুন তো হয় কি না হয়...
জগতজোড়া আমরা যারা আল্লাহর বান্দা
এসেছি দুনিয়ায় শ্রেফ পরীক্ষা দিতে ।
কিন্তু হেথা এসে শুধু দুনিয়ার চাওয়া পাওয়া
আর ভোগ বিলাসে রয়েছি মেতে ।
তারই শাস্তি স্বরূপ প্রকৃতির প্রতিশোধমূলক
আচরণ প্রকৃতিগত ভাবেই হচ্ছে পেতে ।
এসবই আমাদের হাতের কামাই এ থেকে
বাঁচার উপায়ও নেই যদি না করুণা করে
আমাদের মহান প্রভু দয়াময়।
রচনাকালঃ- রাত ১১:২৯টা, মঙ্গলবার, ৮ ফাল্গুন ১৪২৯, ২১ ফেব্রুয়ারি ২০২৩, মিরপুর, ঢাকা ।